ব্রাহ্মণবাড়িয়ায় গত সপ্তাহে সহিংস ঘটনার দায়েরকৃত মামলায় দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেফতার হয়েছেন। গতকাল দিবাগত রাতে শহরের কান্দিপাড়া ও ঘাটুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবারের অগ্নিসংযোগ, ভাংচুরসহ বিভিন্ন ঘটনায় সংশি্লস্টতায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শহরের কান্দিপাড়ার সুমন (৩২), নূর সৈয়দ (৩২), লিটন মিয়া (৩০), জিয়াউল (১৯) ও শহরতলীর ঘাটুরা এলাকার নয়ন সরকার (১৯)।এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সহিংস ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হল।
পুলিশ জানায়, গ্রেফতার অভিযান জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত সাড়ে ১০টায় শহরের কান্দিপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দুটি রাম দা, একটি চাপাতি ও চারটি লোহার রড এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, গত ১২ জানুয়ারির সহিংসতার ভিডিও ফুটেজ দেখে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় আরও দুটি মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/শরীফ