আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিলকিছ আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাসুরকে আটক করেছে পুলিশ। সকাল সাড়ে ১১টায় সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতের রকানো এক সময় ওই গৃহবধূর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। নিহত গৃহবধূ গলানিয়া গ্রামের সোলেমান মিয়ার স্ত্রী ও একই গ্রামের খুকু মিয়ার মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
নিহতের বাবা খুকু মিয়া অভিযোগ করে বলেন, 'যৌতুকের জন্য নির্যাতন করে আমার মেয়েকে হত্যা করেছে স্বামীর বাড়ির লোকজন।
এদিকে, স্বামীর পরিবারের লোকজন এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় বিলকিছ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, প্রাথমিকভাবে ওই গৃহবধূর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর ভাসুর আমির আলীকে (৪৫) আটক করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/শরীফ