পটুয়াখালী-গলাচিপা সড়কের আমখোলা নামক এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আবু তাহের প্যাদা (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গলাচিপা থানার এসআই মো. শামসুল আলম জানান, গুরুতর আহত বাচ্চু মোল্লা (৫০) ও নজরুল ইসলামকে (২৫) পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আবু তাহেরের বাড়ি গলাচিপার শুয়োরী ব্রীজ এলাকায়। এছাড়া আহত নজরুল ইসলামের বাড়ি একই উপজেলার পানপট্টি এলাকায় এবং অপর আহত বাচ্চু মোল্লার বাড়ি ঢাকার মিরপুর এলাকায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, সকালে গলাচিপার হরিদেবপুর বাসষ্টান্ড থেকে চাঁদনী নামের একটি মিনিবাস যাত্রী নিয়ে পটুয়াখালী বাসস্ট্যান্ডের উদ্যেশ্যে ছেড়ে আমখোলা নামক স্থান অতিক্রমকালে উল্টো দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আবু তাহের ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা গুরুতর আহতদের দু'জনকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৬/মাহবুব