বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মমতাজুর রহমান (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ জনের নামে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত মমতাজুর রহমানের ছেলে রবিউল হাসান বাদি হয়ে ধুনট থানায় মামলাটি দায়ের করেন। গত বুধবার দুপুরে রামকৃষ্ণপুর গ্রামে আওয়ামী লীগ নেতা ও ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মমতাজুর রহমানকে প্রতিপক্ষের লোকজন (৬৫) পিটিয়ে হত্যা করে।
বগুড়ার ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার মমতাজুর রহমানের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাতে দাফন করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/শরীফ