রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা কাচালং বাজারসহ অন্তত ৩০টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।
বৃহষ্পতিবার মধ্যে রাতে বাঘাইছড়ি উপজেলা কাচালং বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে বাঘাইছড়ি উপজেলা কাচালং বাজারে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। আগুন ছড়িয়ে যায় বাজারের চারপাশে। পুড়ে ছাই ৩০টি বসত ঘর। ক্ষতিগ্রস্থদের চিৎকারে ছুটে আসে এলাকাবাসী, মারিশ্যা জোনের ৩৯বিজিবি, আনসার ব্যাটেলিয়ন ও পুলিশ সদস্যরা। ঘন্টব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বাঘাইছড়ি উপজেলা কর্মকর্তা মোঃ জাকির হোসেন ফকির এ ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাঙামাটির জেলার বৃহত্তর উপজেলা বাঘাইছড়ি হলেও এখানে কোন ফায়ার সার্ভিসের ব্যবস্থা নেই। তাই প্রতিবছর বিভিন্ন অগ্নিকান্ডের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় এ অঞ্চলের মানুষ।
এদিকে কাচালং বাজারসহ বসতঘরে অগ্নিকান্ডের ঘটানর খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশ করেছে মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর লোকমান সরোয়ার।
বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন