ঢাকার ধামরাই থেকে অপহৃত শিশু ইমরান (১১) ও শহীদের (১০) গলা কাটা লাশ টাঙ্গাইলের মির্জাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার হারেয়া গ্রামের একটি লেবু বাগান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের বাড়ি ঢাকার ধামরাই সদরের চরচৌহাট গ্রামে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, গত বুধবার ইমরান ও শহীদ নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার তাদের পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এরপর শুক্রবার রাতে স্থানীয় লোকজন টাঙ্গাইলের মির্জাপুরের হারেয়ার একটি লেবু বাগানে শিশু দুইটির গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি জানান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন