বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দূর্গম এলাকার ঘিলাপাড়ায় গাছ থেকে পড়ে আব্দুর শুক্কুর (৩৬) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দূর্গম এলাকার ঘিলাপাড়ায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় আব্দু শুক্কুর। চিকিৎসার জন্য তাকে দ্রুত লামা হাসপাতালে নিয়ে আসা হয়। রাত সোয়া ৭টায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সহকারী মেডিকেল অফিসার মোঃ কাউছার হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন