যশোরে সুইডেন প্রবাসী বাংলাদেশি নাগরিকের কাছ থেকে ৩ হাজার মার্কিন ডলার ছিনতাইয়ের অভিযোগে পুলিশের উপ-পরিদর্শকসহ পাঁচ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজুর রহমান, কনস্টেবল আজিজুর রহমান, মামুন হোসেন, বাবর আলী ও জিয়াউল হাসান।
শুক্রবার সন্ধ্যায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক ছিনতাইয়ের অভিযোগের বিষয়ে বলেন, বিনা অনুমতিতে তল্লাশি চৌকি বসিয়ে যাত্রী হয়রানির অভিযোগে এসআই এজাজসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনার সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগীদের অভিযোগ, বৃহস্পতিবার সুইডেন ও বাংলাদেশের দ্বৈত নাগরিক খুকুমনি পারভীন ও মিজানুর রহমান দম্পতি ভারত থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে যশোরে আসছিলেন। পথে ঝিকরগাছা থানা এলাকায় এসআই এজাজসহ পুলিশ সদস্যরা তল্লাশি করে তাদের কাছে থেকে ৩ হাজার ডলার নিয়ে নেয়।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন