বাগেরহাটের মোরেলগঞ্জে গর্তে গাড়ি আটকে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১১টায় সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ স্টিলব্রিজ এলাকায় কাঠবোঝাই একটি ট্রাক আটকে পড়লে এই যানজটের সৃষ্টি হয়। ওই সময় থেকে পানগুছি নদীর ফেরি চলাচলও বন্ধ রয়েছে। নদীর দুই পারে কমপক্ষে ৩০টি দূরপাল্লার পরিবহন, মিনিসবাস ও ট্রাকসহ দুই শতাধীক গাড়ি যানজটে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন প্রায় ২ হাজার যাত্রী।
আটকে পড়া ট্রাকটি উদ্ধারের জন্য স্থানীয় লোকজন চেষ্টা চালাচ্ছেন। গত ১ মাসের অধিক সময় ধরে ওই একই জায়গায় গর্তে গাড়ি আটকে যায় এবং কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোন প্রকার ব্যবস্থা নেয়নি। সড়কটির উন্নয়ন কাজ চলায় সওজ বাগেরহাট কর্তৃপক্ষ এই সড়কের ভালোমন্দ নিয়ে কোন প্রকার মাথা ঘামাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি, ২০১৬/ রশিদা