নাটোর জেলার বড়াইগ্রামে আবু রায়হান (৪৩) নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা হত্যার পর তার লাশ গাছে ঝুঁলিয়ে রাখে দুর্বৃত্তরা।
শনিবার সকালে উপজেলার বাহিমালি গ্রামের মন্দিরের পাশে একটি আমগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আবু রায়হান মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ স্বপরিবারে বাহিমালি গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দয়াল কুমার ব্যানার্জি জানান, তার শরীরে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে।
তিনি আরও বলেন, রায়হানকে কি কারণে কারা হত্যা করেছে তা জানা যায়নি। তবে তার নামে বাহিমালি গ্রামের কৃষক আব্দুল মোতালেবকে গুলি করে হত্যার অভিযোগে মামলা রয়েছে। গত বছরের ৬ এপ্রিল মোতালেবকে হত্যা করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৬/রশিদা/মাহবুব