দীর্ঘ প্রতিক্ষার পর টেকনাফের সাবরাং এক্সক্লুসিভ টুরিস্ট জোন কাজের বাস্তবায়ন করা হবে। আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এ কাজের প্রকল্পটি উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজার) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী ও স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল টেকনাফের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল সাবরাং খুরের মুখ ও নাফনদীর বুকে জেগে উঠা জালিয়ার দ্বীপ পরিদর্শন করেন। এছাড়া স্থানীয় একটি হোটেলে সংশ্লিষ্টদের নিয়ে মেরিন ড্রাইভ সড়ক, বেড়ীবাঁধ, কানেকটিং সড়ক ও বিদ্যুত্ সর্বরাহসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এতে আগামী মাসের শেষের দিকে সাবরাং এক্সক্লুসিভ টুরিস্ট জোন (ইটিজেড) কাজের উদ্ধোধন করা হবে। এর আগে প্রকল্প সমূহ বাস্তবায়ন করার তাগিদ দেন।
এ সময় বেজার চেয়ারম্যান জানান, সরকার সারা দেশে ১০০টি এলাকাকে অর্থনৈতিক অঞ্চলের ঘোষণা দিয়েছে। তন্মধ্যে ১০টি অর্থনৈতিক অঞ্চলে কিছুদিনের মধ্যে কাজ শুরু করা হবে। দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহ জাপানসহ বিভিন্ন দেশ বিনিয়োগ করতে আগ্রহী। তাই যথাযথ ভূমি ব্যবহারের পরিকল্পনা চলছে এবং ফেব্র’য়ারি মাসে প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধোধন করার কথা রয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৬/শরীফ