নেশাগ্রস্ত বন্ধু বান্ধবের পাল্লায় পড়েই বেশিরভাগ তরুণ মাদকাসক্ত হয়। তাই এদের সঙ্গ পরিহার করতে হবে। এমন বন্ধুদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি।
তিনি আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত মাসব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারণার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে একথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘মাদকের বিরুদ্ধে যা যা করা দরকার, বর্তমান সরকার সবই করছে। এক্ষেত্রে ছাত্র ছাত্রীদেরকেও এগিয়ে আসতে হবে।’
জেলা প্রশাসক জি.এস.এম. জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ রামচন্দ্র রায় ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে কলেজের ছাত্র ছাত্রী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৬/শরীফ