পুলিশ কর্মকর্তাসহ সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়াসহ বিভিন্ন অভিযোগে সঙ্গীত শিল্পী ও আয়মান প্রোডাকশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাল ফারদিনকে (৩২) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে শহরের মুজিব সড়ক এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে আটক করেন। সে ঢাকার নিউ মার্কেট থানার হাজারীবাগ ১৩/২ এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে ও সিরাজগঞ্জ শহরের মাছিমপুর মহল্লার মৃত খোরশেদ আলমের জামাতা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, মাসুম বিলস্নাল ফারদিন পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রংপুরের এক নারীকে বিয়ের ফাঁদে ফেলে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়াসহ শতাধিক সাধারণ মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারিত এসব মানুষের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আটকের পর তার কাছ থেকে সংবাদপত্র ও মানবাধিকার সংগঠনের মোট চারটি পরিচয়পত্র পাওয়া গেছে। তিনি আরো জানান, মামলার পাশাপাশি তাকে ভ্রাম্যমাণ আদালতে দুপুরে সোপর্দ করা হবে। অপরদিকে, আটককৃত মাসুম বিল্লাল ফারদিন প্রতারনার অভিযোগগুলো অকপটে স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৬/শরীফ