সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'আসন্ন পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিদ্রোহীদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।' তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও হুশিয়ার করে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। এ সময় সাংবাদিকদেরকে তিনি বলেন, 'মহাজোটে কোনো টানাপোড়েন নেই। জাতীয় পার্টিতে যে অস্থিরতা চলছে তা তাদের দলীয় ব্যাপার।'
আজ শনিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী আছিরিয়া ফাজিল মাদরাসার শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জান।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৬/শরীফ