কন্যা সন্তানকে খুটিতে বেধে খাবার দিয়ে দিনাজপুরে এক মা ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার ভবানীপুর কাঞ্চন রেল স্টেশন এলাকায়। হতভাগা ওই নারীর নাম পারুল আকতার (২৬)। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ এসে দুপুরে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নিহত পারুল আকতার (২৬) জেলার বোচাগঞ্জ পৌর শহরের ৭ নং ওয়ার্ডের কলেজ পাড়ার গরু ব্যবসায়ী রফিকুল ইসলামের স্ত্রী।
নিহত ওই নারীর বোন সুফিয়া বেগম জানান, পারুল মানসিক ভারসাম্যহীন ছিল। তিনি আরো জানান, ২ সন্তান জন্মদানের পর থেকেই মানসিক সমস্যা হয়। পরবর্তীতে তৃতীয় সন্তান জন্মের পর থেকে সে আরো বেশী অসুস্থ হয়ে পড়ে।
দিনাজপুর জিআরপি থানার এসআই জিয়াউল হক প্রত্যক্ষদর্শীদের উদ্বৃতি দিয়ে সাংবাদিকদের জানান, বিরল উপজেলার ভবানীপুর কাঞ্চন রেল স্টেশন এলাকায় পারুল তার শিশু কন্যাকে (৬) রেলের পাশের একটি খুটির সামনে বেধে রেখে চলন্ত কাঞ্চন ট্রেনের সামনে ঝাপিয়ে পড়ে। তার লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৬/শরীফ