নাটোরের লালপুর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গোদড়া নামক স্থানে ট্রাকের চাপায় হারেজান (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার বেলগাছি গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সোয়া ১টার দিকে হারেজান মহাসড়ক পার হচ্ছিল এমন সময় নাটোর থেকে পাবনাগামী একটি ট্রাক হারেজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বনপাড়া হাইওয়ে থানার পুলিশ লাশ ও ঘাতক ট্রাককে আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৬/শরীফ