আল কোরআন ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ শনিবার বগুড়া কনভেনশন সেন্টারে জাতীয় ক্বেরাত, হামদ্-নাত, হেফজুল কোরআন প্রতিযোগিতা ও ঐতিহাসিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। আল কোরআন ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার সভাপতি ডা. এ.এইচ.এম মুশিহুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে প্রধান ক্বারী ও বক্তা ছিলেন আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত ক্বারী আলহাজ গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত ক্বারী আলহাজ্ব মাওলানা ক্বারী জহিরুল ইসলাম, হাফেজ মাওলানা ক্বারী আমজাদ হোসাইন, ক্বারী ফিরোজ আহম্মদ, আলহাজ্ব হাফেজ মাওলানা ক্বারী মানজুর আহম্মদ, হাফেজ মাওলানা ক্বারী এরশাদ উল্লাহ, ফাউন্ডেশনের সম্পাদক মাওলানা মো. রাশেদুল ইসলাম, মাওলানা সারোয়ার হোসাইন প্রমুখ। অনুষ্ঠান শেষে ৭০ জন বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৬/শরীফ