কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের হাতে নিহত ছাত্রলীগ নেতা শাহিনের খুনিদের গ্রেফতারের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ। আজ শনিবার দুপুরে উখিয়া ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মী কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছে। এদিকে ছাত্রলীগ নেতা শাহিন খুনের ঘটনায় তার মা শাহেদা বেগম বাদি হয়ে ৮ জনকে আসামী করে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ১ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলা সদরের উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে চলমান তাঁত শিল্প ও বস্ত্র মেলায় কেনাকাটাকে কেন্দ্র করে স্থানীয় ফলিয়াপাড়া গ্রামের মো. কালু হাজির ছেলে উখিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন শাহীন (১৯) ও গর’ বাজার এলাকার দুবাই প্রবাসী মো. কালুর মাদকাসক্ত ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরবর্তীতে রাত ১টার দিকে মেলা শেষে বাড়ি ফেরার পথে উখিয়া সদরের ছালাম বিল্ডিংয়ের সামনে পূর্ব থেকে ওেপতে থাকা সশস্ত্র সন্ত্রাসী জাহাঙ্গীর আলম (২৩) ও তার দল বল পেছন থেকে দৌড়ে এসে ছাত্রলীগ নেতা শাহীনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় লোকজন দ্রুত উখিয়া হাসপাতাল হয়ে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে গতকাল শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ছাত্রলীগ নেতা খুনের ঘটনাকে কেন্দ্র করে উখিয়া সদরে থমথমে ও উত্তজনাকর পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের অভিমত, এ ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ রাজনৈতিক সুবিধা হাসিলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রশাসন প্রকৃত ঘটনা তদন্তপূর্বক আসল রহস্য উদঘাটন করতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা করেছে উক্ত মহল।
এদিকে, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় উক্ত ছাত্রলীগ নেতার মা শাহেদা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে ৮ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগটি মামলা রুজুপূর্বক অভিযুক্ত মানি দাশকে (১৮) আটক করে। পরে আজ শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৬/শরীফ