পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মহিউদ্দিন মল্লিক নাসিরকে সভাপতি ও গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুরে শহরের রয়েল কমিউনিটি সেন্টার এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল।
সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসিরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আ: ছালাম বাতেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ শহীদুল্লাহ শহীদ, মো: ছরোয়ার হোসেন হাওলাদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিন রানা, জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক কামরুজ্জামান চাঁন।
সন্ধ্যায় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মহিউদ্দিন মল্লিক নাসিরকে সভাপতি ও গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন