পটুয়াখালীর কলাপাড়ায় ফেরির ডালা ভেঙ্গে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে নীলগঞ্জ ইউনিয়ন থেকে ধান বোঝাই ট্রাক (যশোর-ট-১১-২৬৮৯) ফেরি উঠতে গিয়ে পন্টুনের ডালা ভেঙ্গে যায়। এর ফলে আন্দার মানিক নদীর দুই পারে পর্যটক ও সাধারন যানবাহন আটকা পড়ে।
এদিকে ফেরিটি পন্টুনের সঙ্গে শক্ত করে বাঁধা থাকায় ট্রাকটি আন্দারমানিক নদীতে নিমজ্জিত হয়নি বলে জানান প্রত্যক্ষদর্শী আউয়াল হোসেন জানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধারন ক্ষমতার অধিক বহনকারী ট্রাকটির পিছনের দুই চাকা নদীর পানিতে পড়ে যায়। স্থানীয় শ্রমিকরা ট্রাকের ধানের বস্তা গুলো ভ্যান কিংবা মাথায় করে দ্রুত রক্ষার জন্য তীরে তুলছেন। স্থানীয় শ্রমিকরা চেইন কপ্পার এবং বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ট্রাকটি সন্ধ্যা ছয়টায় ফেরিতে তুলে আনে। ফেরি কর্তপক্ষ ট্রাক উদ্ধারের পর ভেঙ্গে যাওয়া ডালাটি অপসারন করার কাজ শুরু করেছে।
কুয়াকাটায় ভ্রমনে আসা বরিশাল সিটিকর্পোরেশনের কর বিভাগের করনির্ধারক মো. বেলায়েত হোসেন বাবলু জানান, আমারা কুয়াকাটায় ভ্রমন শেষে বরিশাল ফেরার পথে। ধারন ক্ষমতার অধিক একটি ট্রাক ফেরিতে ওঠার সময় পল্টুনের ডালা ভেঙ্গে যায়। এতে বন্ধ হয়ে যায় ফেরি পারাপার। এ কারনে আমাদের বিড়ম্বনার শিকার হতে হয়েছে।
এব্যাপারে ফেরির ইনচার্জ এনামুল হক জানায়, পর্যটক এবং যাত্রীদের কথা বিবেচনা করে দ্রুত ডালাটি প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন