শেরপুরের শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় যুঁথি আক্তার (৮) নামে এক স্কুলচাত্রী নিহত হয়েছে।
আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
যুঁথি উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের ইন্দিলপুর গ্রামের মো. জমর উদ্দিনের মেয়ে। সে ইন্দিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শনিবার বেলা ১২টার দিকে শেরপুর-শ্রীবরদী সড়কের ইন্দিলপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় শেরপুর থেকে শ্রীবরদীগামী একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা স্কুলছাত্রী যুঁথিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা (ইএমও) এম. এ. জব্বার যুঁথিকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর পর বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘন্টা শেরপুর-শ্রীবরদী সড়ক অবরোধ করে রাখে এবং দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। পরে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন