ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা-বটতলা নামকস্থানে শনিবার রাতে জলুলী সীমান্তের বর্ডার গার্ডের গুলিতে দুই গ্রামবাসী নিহত ও তিনজন আহত হয়েছেন।
তারা হলেন উপজেলার মাটিলা গ্রামের মালেক চৌধুরীর রফিকুল চৌধুরী(৩২) ও একই গ্রামের আব্দুল খালেক মন্ডলের ছেলে ফিরোজ মন্ডল(৪০)। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন একই গ্রামের আজিবর মন্ডলের ছেলে বাবলু মন্ডল(৩৮), আজিজুল হকের ছেলে আতিকুর হক(৩৩) ও মতিয়ার মালিথার ছেলে রবিউল মালিথা(৩৮) । তাদেরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার পরপর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে স্থানীয় জাতীয় সংসদ সদস্য নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান ও মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম শাহিন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন দাবি করেন, সম্প্রতি মহেশপুর সীমান্ত— এলাকায় চোরাচালান বন্ধ করার জন্য বর্ডার গার্ড স্থানীয় গ্রামবাসীকে রাত ৮টার পরে দোকানে আড্ডা দিতে নিষেধ করে। শনিবার রাত ৭টার দিকে কয়েকজন চোরকারবারি ভারত থেকে গরু নিয়ে উপজেলার মাটিয়া-বটতলা দিয়ে যাচ্ছিল। এ সময় বিজিবি গ্রামবাসীদেরকে স্থান ত্যাগ করতে বলে। কিন্তু স্থানীয় লোকজন বিজিবির উপর হামলা করার চেষ্টা করে। এ সময় বিজিবি আত্মরক্ষার্থে গুলি ছুড়লে নিহত ও আহতের ঘটনা ঘটে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম শাহিন জানান, গুলিতে আমরা একজনের মৃত্যুর খবর পেয়েছি। জলুলী সীমান্তে গোলাগুলি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীর দাবি, বিজিবি তাদের উপর বিনা কারনে অতর্কিতভাবে লাঠিসোটা ও পরে গুলি করে হত্যা করেছে। এ ঘটনার জন্য তদন্তপূর্বক দোষী বিজিবি সদস্যদের শাস্তির দাবি জানিয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন