দিনাজপুরের সিএসডি গোডাউন রোড এলাকা থেকে জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে জুয়ার সরঞ্জামও জব্দ করে পুলিশ সদস্যরা। গতকাল দিবাগত রাত ১২টার দিকে স্থানীয় নির্মাণ শ্রমিক লীগের দু’টি কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শহরের বাহাদুর রাজার এলাকার সাব্বির (৩৮), প্লাবোন (২৩), লালটু (৩০), ফারুক (২৫), আজিজ (৪০), কালুয়া (২৮), নয়ন (৩১), রুবেল (২৮), রণি (২৫), কামাল (৩৬), ফরমান (৪২) ও লিটন।
দিনাজপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল কুমার জানান, শহরের সিএসডি গোডাউন রোড এলাকায় নির্মাণ শ্রমিক লীগের সাইনবোর্ড লাগিয়ে জুয়া খেলার আসর বসে কিছুদিন আগে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে সরঞ্জামসহ জুয়াড়িদের আটক করা হয়।
আজ সকালেই এদের দিনাজপুর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন এসআই।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৬/শরীফ