সাভারে এক সৌদি আরব প্রবাসীর শিশুকে অপহরণ করে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। বাড়ি থেকে ডেকে নিয়ে গতকাল শনিবার রাতে সাভার পৌর এলাকার ভাগলপুর থেকে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
অপহৃত শিশু শিহাব হোসেন (১০) তারাপুর এলাকার ক্যামব্রিজ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। এঘটনায় শিশুটির পরিবারে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, সৌদি প্রবাসীর শিশু অপহরণের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, শনিবার রাতে শিশু শিহাব হোসেন বাসায় দরজার সামনে দাঁড়িয়ে খেলাধুলায় ব্যস্ত ছিল। এসময় অপহরণকারীরা তাকে দোকান থেকে চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরিবারের স্বজনরা অনেক খোঁজাখুজি করেও শিশুটির সন্ধান পায়নি। রবিবার সকালে ৬টা সময় অজ্ঞাত স্থান থেকে অপহরণকারীরা অজ্ঞাত স্থান থেকে পরিবারের কাছে মুঠো ফোনে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দেয়া হলে শিশুটিকে হত্যা করার হুমকি দেয় অপহরণকারীরা।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করলে গভীর রাতে পৌর এলাকার ব্যাংক টাউন থেকে শিশুটির নিকট আত্মীয় আলম ও খলিলকে আটক করে পুলিশ। বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল্লা আল মামুন বলেন, অপহৃত শিশু শিহাবকে দ্রুত উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৬/ রশিদা