এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে ইসমাইল হোসেন (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইসমাইল হোসেন হচ্ছেন দশরশিয়া বেলদারপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার ভোররাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল ইসলামপুর ইউনিয়নের দশরশিয়া বেলদারপাড়া গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সদ্য আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনের সঙ্গে পূর্ব আওয়ামী লীগ নেতা ও ইসলামপুর ইউপি চেযারম্যান আক্তারুজ্জামান টিপুর বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে একাধিকার এক ক্ষমতাধর ব্যক্তির ইন্ধনে জসিম গ্রুপের লোকজনের সঙ্গে টিপু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে, এরই জের ধরে আজ রবিবার ভোররাত ৩টার দিকে ইসমাইল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। সকালে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ দশরশিয়া লুৎফর রহমানের আমবাগানের ভেতর থেকে ইসমাইলের লাশ উদ্ধার করে। সদর মডেল থানার ওসি মাজহার’ল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৬/শরীফ