আজ সকালে শিবগঞ্জ থানা পুলিশ পিস্তল ও গুলিসহ আব্দুল বারি (২০) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সে শিবগঞ্জ উপজেলার পারচ্যোকা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, আজ সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পারচৌকা গ্রামে অভিযান চালিয়ে ২টি পিস্তল, ১৪ রাউন্ড তাজা গুলি ও ২টি ম্যাগাজিনসহ আব্দুল বারিকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৬/শরীফ