ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা ও বেজপাড়া এলাকায় রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন: কালীগঞ্জ উপজেলার সাহাপুর ঘি ঘাটি গ্রামের কলেজ ছাত্রী চৈতি, রুমকি, বিদ্যুৎ ও জলিল, বগুড়ার গাবতলী উপজেলার রানা, বাপ্পী ও বাদশাসহ ১০ জন।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, সকাল ৮টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই কলেজ ছাত্রীসহ ৪ জন আহত হয়।
অন্যদিকে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বেজপাড়ায় ২টি ট্রাকের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৬/ রশিদা