নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই এলাকার দুই শিশুকে অপহরণের পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার গঙ্গানগড় এলাকা থেকে ওই দুই শিশুকে অপহরণ করা হয়। রবিবার দুপুরে অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই নারীকে আটক করেছে।
অপহৃত শিশুরা হলো, উপজেলা গঙ্গানগড় এলাকার হাবিবুর রহমানের ছেলে সোহান (৪) ও ওয়াসিম মিয়ার ছেলে সফিকুল ইসলাম (৯)। অন্যদিকে, আটককৃতরা হলেন একই এলাকার লতু মিয়ার স্ত্রী তাসলিমা আকলিমা ও বাদল মিয়ার স্ত্রী হাফসা আক্তার।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পিঠা খাওয়ার প্রলোভন দেখিয়ে আটক হাফসা আক্তার, তাসলিমা আক্তারের সহযোগিতায় বাদল মিয়া, রাজু মিয়াসহ একদল অপহরণকারী শিশু সোহান ও সফিকুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায়। পরে ওই দুই শিশুর পরিবারের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দাবিকৃত মুক্তিপণের টাকা না দেয়া হলে শিশুদের হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়।
এদিকে, অপহরণের পর মুক্তির দাবির বিষয়টি অপহৃত দুই শিশুর পরিবার থানা পুলিশকে অবহিত করেন। পরে রবিবার সকালে পুলিশ গঙ্গানগড় এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই নারীকে আটক করেন। আটকৃতরা অপহরণের সত্যতা স্বীকার করেছেন। অপহৃত শিশুদের উদ্ধার ও বাকি অপহরণকারীদের আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৬/মাহবুব