লক্ষ্মীপুরে ইয়াবা সেবনকালে ৭ যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার বিকালে পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জমাদি এবং তাদের ব্যবহৃত ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশের দেয়া তথ্যমতে গ্রেফতারকৃতরা সবাই ইয়াবা সেবনকারী ও মাদক ব্যবসায়ী। তারা হলেন জাহিদ হোসেন জুয়েল, শাহিদুজ্জামান পরান, মো. জয়নাল আবেদীন, আজাদ হোসেন আরজু, নূরুল আমিন, মো. কামরুল আলম, মো. নাজিম উদ্দিন রিপন।
লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার (সদর) মো. নাসিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই প্রলয় রায়সহ একদল ডিবি পুলিশ অভিযান চালায়। এসময় ৭ জন মাদক ব্যবসায়ীকে মাদক সেবনকালে গ্রেফতার ও তাদের কাছ থেকে ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জমাদি ও ৪টি মটরসাইকেল জব্দ করা হয় বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৬/মাহবুব