যশোরের মণিরামপুরে ঋষি পল্লিতে হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। এ ঘটনায় অবশ্য তিনজনকে আটকও করা হয়েছে। রবিবার সন্ধ্যায় যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান এ তথ্য দেন।
মণিরামপুরের ঋষিপল্লিতে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শনিবার বিকেলে ২০/২৫ জন সন্ত্রাসী ঋষিপল্লিতে হামলা চালিয়ে মারপিঠ, ভাংচুর ও দুটি ঘরে আগুন ধরিয়ে দেয়। মণিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সাঈদের নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবু সাঈদ ও ইব্রাহিমসহ ১৫ জনের নাম উল্লেখ করে মণিরামপুর থানায় মামলা হয়।
এদিকে এ ঘটনায় রবিবার সন্ধ্যায় যশোরের পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। সেখানে তিনি বলেন, হামলায় জড়িত থাকার অভিযোগে জীবনী, আকবর ও অছির উদ্দিন নামে তিনজনকে আটক করা হয়েছে। তবে আবু সাঈদ ও ইব্রাহিমসহ অন্যরা পলাতক রয়েছে। এ দু'জনকে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৬/মাহবুব