লক্ষ্মীপুরে এমরান হোসেন নিরব নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।
রবিবার রাত ৯টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় এলাকাবাসী এমরানকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
গুলিবিদ্ধ এমরান ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সক্রিয় কর্মী ও আবুল ফজলের ছেলে।
পুলিশ ও গুলিবিদ্ধ নিরবের মা সাজেদা বেগম অভিযোগ করে জানান, স্থানীয় কাশিপুর গ্রামের এমরানদের নিজ বাড়ি (বুদা হাজী বাড়ি) থেকে রাতে বিএনপি’র নামধারী সন্ত্রাসী মনির ইউছুফ ও রনি এমরানকে ডেকে নেয়। পরে বাড়ির পাশের শহীদের দোকানের সামনে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তার কোমরে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ অভিযোগ করে বলেন, যুবলীগের সক্রিয় কর্মী হওয়ায় এমরানকে বিএনপির নামধারী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করে।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার (সদর) মো. নাসিম মিয়া জানান, এমরানকে বিএনপির সন্ত্রাসীরা কুপিয়েছে বলে শুনেছি, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৬/মাহবুব