জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালপাড়া গ্রামে আগুনে পুড়ে আছিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। রবিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) কিরন কুমার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, শীতের উঞ্চতা নিতে পাতিলে কয়লার আগুন নিয়ে তার পাশে ঘুমিয়ে পরে বৃদ্ধা আছিয়া বেগম। কোনো এক সময় তার শরীরের কাপড়ে আগুন লেগে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও আছিয়া বেগমকে বাঁচানো সম্ভব হয়নি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় বলে ওসি (তদন্ত) কিরন কুমার জানান ।
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ