ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজের সামনে সোমবার সকালে বাসচাপায় অনিক (২৪) নামে এক মিস্ত্রি নিহত হয়েছেন। নিহত অনিক সদর উপজেলার ৮নং পাগলাকানাই ইউনিয়নের চর খাজুরা গ্রামের বদর উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে অনিক বাইসাইকেল যোগে ঝিনাইদহ শহরে আসছিলেন। পথিমধ্যে ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় চালক বাস নিয়ে পালিয়ে যায়।
সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ওয়েলডিং মিস্ত্রি অনিকের লাশ উদ্ধার করেছে।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা