মাদারীপুর শহরের পুরানবাজার সিটি সুপার মার্কেটে সোমবার ভোরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার ভোরে শহরের সিটি সুপার মার্কেটের মমতাজ ইলেকট্রনিক্স থেকে কমপক্ষে ১০ লাখ টাকার মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোর ৬টার দিকে মার্কেটের নৈশপ্রহরী চলে যায়। ধারণা করা হচ্ছে নৈশপ্রহরী চলে যাওয়ার পরই চুরির ঘটনা ঘটেছে।
দোকান মালিক মমিনুল ইসলাম শিপন বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দোকান খুলতে এসে দেখি দোকানের শাটার ভাঙ্গা। বিভিন্ন ব্রান্ডের কমপক্ষে ১০ লাখ টাকার মোবাইল নেই।
মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা