শেরপুর জেলার সীমান্তবতী উপজেলা ভারতের আসাম সংলগ্ন নালিতাবাড়ির বুরুঙ্গা কালাপানি এলাকায় আজ সোমবার সকাল থেকে র্যাব-৫ অভিযান চালিয়েছে। অভিযানে এ পর্যন্ত ৪১ হাজার গুলি মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে বলে শেরপুর পুলিশ সূত্র জানিয়েছে। ৪১ হাজার গুলির মধ্যে ২২ হাজার মিশিন গানের, ১৭ হাজার এলএমজি ও চাইনিজ রাইফেলের এবং ২ হাজার এন্টি ইয়ার ক্যাপ্টের গুলি বলে জানা গেছে। অভিযান আপাতত বন্ধ থাকলেও পরে চলবে।
অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, আজ বিকালে র্যাবের প্রেস বিফ্রিং-এর কথা রয়েছে। তবে র্যাবের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, গত কয়েকদিন আগে র্যাব-৫ রাজশাহী অঞ্চল থেকে ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
সূত্র জানিয়েছে, এখান থেকে আরও অনেক কিছু পাওয়ার সম্ভবনা রয়েছে। উদ্ধার অঞ্চলে জনগণের চলাচলের উপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। অভিযানে অংশ নিয়েছে ৫০/৬০ জন র্যাব সদস্য ও র্যাব হেডকোয়ার্টারের বেশ কিছু অফিসার।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা