সিরাজগঞ্জ শহরের যমুনা ঘাট এলাকায় বালু পয়েন্টের আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে চলাকালে ফলার আঘাতে মজুন ওরফে বাবু ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে দিকে শহরের হোসেনপুর উজ্জল ফ্লাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বাবু শহরের পুঠিয়াবাড়ী মহল্লার আলী আকবরের ছেলে। তিনি ট্রাক চালকের সহকারী ছিলেন।
স্থানীয়রা জানান, হোসেনপুর মহল্লার বালু ব্যবসায়ী উজ্জল যমুনা নদী থেকে বালু উত্তোলণ করে নদী সংলগ্ন পুঠিয়াবাড়ী মহল্লার আবু বক্কারসহ বেশ কয়েকজনের জায়গায় বালু স্তূপ করে রেখে বিক্রি করতেন। কিন্তু আবু বক্কারসহ পুঠিয়াবাড়ীর কয়েকজন তাদের জায়গায় বালু স্তূপ করে রাখতে উজ্জলকে নিষেধ করে। এ নিয়ে গত তিনদিন ধরে উজ্জল গ্রুপের সাথে আবু বক্কর গ্রুপের সংঘর্ষ চলছিল। এ অবস্থায় সোমবার সকালে উজ্জল গ্রুপের লোকজন পুনরায় ওই জায়গাটি দখল করতে গেলে সংঘর্ষে বাঁধে। সংঘর্ষের পর আবু বক্করের ভাতিজা বাবু ওই এলাকায় ট্রাকে ময়দা লোড করতে গেলে প্রতিপক্ষের লোকজন মারধর ও বুকে ফলা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাবু মারা যায়।
নিহত বাবুর গাড়ির ড্রাইভার মাসুম জানান, সংঘর্ষের সঙ্গে বাবু জড়িত ছিলেন না। তিনি তার গাড়িতে ময়দা লোড করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে হত্যার পর লাশ ট্রাকের নিচে চাপা দেয়ার চেষ্টার করছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাসুদেব সিনহা জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা