নেত্রকোনা জেলায় এ বছর এস এস সি, দাখিল বা সমমানের মোট ৪২টি কেন্দ্রে ২২ হাজার ৮ শত ৯৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সোমবার সকাল ১০টা থেকে প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, মাধ্যমিকে মোট ২১টি কেন্দ্রে ১৭ হাজার ৪ শত ২৫ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। দাখিল ১১টি কেন্দ্রে ৩ হাজার ৩ শত ৯৬ জন ও ভোকেশনাল বা কারিগরী ১১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২ হাজার ৭২ জন অংশগ্রহণ করেছে। জেলায় সরকারি-বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান মোট ২৪৬টি, দাখিল ৮৯টি ও ভোকেশনাল বা কারিগরি ৩১টি।
এদিকে, পরীক্ষার শুরু থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকরা তাদের সন্তানদের অপেক্ষায় অবস্থান করছেন। এ পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা