ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আলম মিয়া (২৮) নামে ট্রাক চালক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম রংপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসাই) মো. শরীফ উদ্দিন ভূইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সরাইল উপজেলার মালিহাতা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকের মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা