শিশুকালের হৈ-হুল্লোড় আর দুরন্তপনাই কাল হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের দুই শিশু চাচাতো ভাই-বোনের। পরিবারের অজান্তে দুরপন্তপনা করে পুকুর পাড়ে বরই (কুল) গাছে ওঠে পা ফস্কে পানিতে পড়ে দুইজনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা গটে। এরা হলো-উপজেলার দুর্গানগর ইউনিয়নের দাদপুর বালসাবাড়ী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে তানিয়া (৪) ও চাচাতো ভাই রফিকুল ইসলামের ছেলে ইয়ামিন (৫)। দু'জনেই স্থানীয় স্কুলের ১ম শ্রেণিতে লেখাপড়া করত।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ জানান, পরিবারের লোকজনের অজান্তে শিশু তানিয়া ও তার ভাই ইয়ামিন পুকুরপাড়ের বরই গাছে ওঠে। এক পর্যায়ে দুইজনেই পা ফসকে পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর পাড়ে বরই (কুল) গাছের নিচে দুজনের জুতা দেখে পানিতে তল্লাশি চালায়। এক পর্যায়ে শিশু তানিয়ার লাশ ভেসে ওঠে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালিয়ে আরেক শিশু ইয়ামিনের লাশ উদ্ধার করেন।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন