কুড়িগ্রামে আজ মঙ্গলবার বিকালে সবুজপাড়া সড়কে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মানিক ঘোষ (৪২) নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় শহরতলীতে উত্তেজনা দেখা দিয়েছে।
নিহত যুবকের লাশ বাড়িতে আসলে এলাকাবাসীরা সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে। এসময় মিছিলকারীরা দোকানপাট ও যানবহনে ভাঙচুর চালায়।
এদিক মোটরসাইকেল সংঘর্ষে আহত যুবক মিজু (২৮) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে পালিয়েছে।
অন্যদিকে রাত ৯টায় এ রিপোর্ট লেখার সময় সংশ্লিষ্ট এলাকা পোষ্ট অফিস পাড়া, সবুজপাড়া ও প্রাণকেন্দ্র ঘোষপাড়ায় চাপা ক্ষোভ দেখা দেওয়ায় সেখানকার বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া যানবহন চলাচলে স্থবিরতা বিরাজ করছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার্স ইনচার্জ ইসতেশাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে সংশ্লিষ্ট এলাকায় ব্যপক পুলিশ মোতায়ন রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন