যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ার চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় মানিক ওরফে ডিশ মানিক (৩৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাতে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মানিকের সঙ্গে থাকার তার ৩ সহযোগীও আহত হয়।
নিহত ডিশ মানিক কাজীপাড়া গোলামপাড়ার বাসিন্দা। আহতরা হলেন একই এলাকার রিপন (৩০), জাহাঙ্গীর (৩২) ও রায়হান (২৮)।
আহত রায়হান জানান, রাত ১১টার দিকে একদল দুর্বৃত্ত তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। জখম অবস্থায় স্থানীয় কয়েকজন তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তবে কেন এ হামলা করা হয় তিনি জানাননি।
হাসপাতালের চিকিৎসক এমএ সাঈদ সিদ্দিকী জানান, হাসপাতালে আনার পরপরই মারা যান মানিক। তার মাথা, বুক ও পেটসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। রাতেই মরদেহ মর্গে নেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলয়িাস হোসনে জানান, অভ্যন্তরীণ কোন্দলরে জরে ধরে এ ঘটনা ঘটছে। হত্যাকাণ্ডে জড়তি সন্দহেে ইয়াসনি, ডাবলু, হাববিুর রহমান, মনরি শখে ও শরফিুল ইসলাম সোহাগ নামের ৫ জনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব