কক্সবাজারের কলাতলী সড়কের সুগন্ধা পয়েন্ট থেকে আধা কেজি গাঁজাসহ মমতাজ বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার এসআই আব্দুর রহিম।
আটক নারী কক্সবাজার পৌরসভার পূর্ব লাইট হাউজ পাড়ার মৃত মোহাম্মদ সুলতান নবীর স্ত্রী।
এসআই আব্দুর রহিম আরও জানান, আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব