পাবনায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন পাবনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল।
আজ সোমবার সকালে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত ১ এ মামলা দায়ের করা হয়। আমলি আদালতের বিচারক মো. রেজাউল করিম দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় মামলাটি গ্রহণ করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ১/১১-এর সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই না করে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে ডেইলি স্টার, যা সম্প্রতি তিনি স্বীকার করেছেন। ওই মিথ্যা সংবাদের কারণে দলীয় নেত্রী শেখ হাসিনার মানহানি হওয়ায় মামলাটি করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি এটিএন নিউজের টকশো নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে ওয়ান ইলেভেনের সময় ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চান ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
মামলার বাদী রেজাউর রহিম লাল বলেন, আমি আওয়ামী লীগের একজন কর্মী, আমার নেত্রীর বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়াই সংবাদ প্রকাশের কারণে আমি মামলাটি দায়ের করি।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা