একাধিক মামলায় অভিযুক্ত হওয়ায় বগুড়ার ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা বিএনপির আহবায়ক একেএম তৌহিদুল আলম মামুনকে সামিয়কভাবে বরখাস্ত করেছেন স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়।
আজ সোমবার বিকেলে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি ধুনট উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তার কাছে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত সাময়িক বরখাস্ত আদেশের চিঠিটি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরন করেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান জানান, ধুনট উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি ও ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুনের বিরুদ্ধে বিস্ফোরক, নাশকতা, ভাংচুর, অগ্নিসংযোগসহ ধুনট থানায় পৃথক ৫টি মামলা দায়ের হয়। এসব মামলায় জানুয়ারি মাসের তার বিরুদ্ধে বগুড়া আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন। এ কারণেই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বগুড়ার ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে পাঠানো সাময়িক বরখাস্তের আদেশ হাতে পেয়েছেন। এই আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে মামলা দায়ের করবেন।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন