পাবনা-ঈশ্বরদী মহাসড়কের কালিকাপুরে ট্রাক ও নসিমনের সংঘর্ষে চালক নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।
সোমবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নায়েব আলী (৪৫) ঈশ্বরদী উপজেলার ডিলুনগর আজিমপুর গ্রামের মৃত তঈজ উদ্দিনের ছেলে।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ গনেশ চন্দ্র মন্ডল জানান, পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে বালি বোঝাই একটি ট্রাক পাবনায় যাচ্ছিল। এ সময় কালিকাপুর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ইঞ্জিন চালিত নসিমনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক নায়েব আলী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। এতে আহত হয় দুই যাত্রী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার ও ট্রাকটি আটক করে পুলিশ। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায় বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন