ময়মনসিংহের ত্রিশালে নজরুল মল্লিক হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক জহিরুল কবির এই আলোচিত মামলার রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- বাবুল মল্লিক, আজিজ মল্লিক, লালু মল্লিক, হীরা মল্লিক, জিয়ারুল মল্লিক, মৃত সোবহান মল্লিকের ছেলে মূসা মল্লিক, আব্দুল হাই মল্লিক ও হুরমত মল্লিকের ছেলে মুসা মল্লিক।
ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর মো: নওজেশ আলী মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আদালত সূত্র থেকে জানা যায়, ২০০৮ সালের ৩রা অক্টোবর ত্রিশাল উপজেলার ধানীখলা কাটাখালী গ্রামে পাওনা টাকার জের ধরে নিহত নজরুল মল্লিকের সাথে আসামীদের বিরোধের জের ধরে ঈদুল ফিতরের দিন এ খুনের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হলে ওই বছরের ৩১শে ডিসেম্বর আসামীদের অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয় মামলার তদন্ত কর্মকর্তা। দু’পক্ষের দীর্ঘ শুনানি শেষে প্রায় সাড়ে ৬ বছর পর ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক জহিরুল কবির সোমবার দুপুরে আসামীদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন