চাকুরী জাতীয়করণের দাবিতে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাগন (সিএইচসিপি) সিরাজগঞ্জে দ্বিতীয় দিনেও অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে।
কর্মবিরতি পালন করায় জেলার ৩৩৬টি কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা জনগন শুন্য হাতে ফিরে গেছে।
এদিকে, সিএইচসিপি’রা বলছেন তিনদিন অর্ধদিবস কর্মসুচী পালন করা হবে এর মধ্যে যদি সরকার দাবি মেনে না নেয়ায় তবে ১৮ ফ্রেব্রুয়ারি থেকে পূর্নদিবস কর্মবিরতি পালন করা হবে।
বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার দাবি আদায় বাস্তবায়ন কমিটির সদস্য আশরাফুল আলম রানা জানান, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এ কর্মসুচি পালন করা হচ্ছে। আগামী কালও অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। ১৮ ফেব্রুয়ারি পূর্নদিবস এবং ২৩ ফেব্রুয়ারিতে কমিউনিটি ক্লিনিক প্রকল্পের প্রধান কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসুচি করা হবে। তিনি আরো জানান, চাকুরী জাতীয়করণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন