বাগেরহাটের মোল্লাহাটে উদয়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচনে নিয়ম লংঘনের অভিযোগে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বরের এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় কেউ আহত না হলেও গুলি বিনিময়নের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়লে দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শিরা জানান, ইউপি নির্বাচনের তফশিল ঘোষণার পর চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচনের জন্য জেলা আওয়ামী লীগের কাছে দলীয় প্রার্থীদের তালিকা পাঠাবার জন্য মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ সভায় বসে। ওই সভায় প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলের সম্ভাব্য সকল প্রার্থীর নামের তালিকা জেলা কমিটির কাছে পাঠানোর কথা জানান, মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান মো. শাহীনুল আলম ছানা’র পক্ষের নেতাকর্মীরা।
এঘটনায় প্রতিবাদ জানান সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার ছেলে উদয়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি মামুন মোল্লাসহ তার সমর্থকরা।
এঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায়। সংর্ঘষের এক পর্যায়ে দুই পক্ষেই আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলি ছুড়তে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। গুলি বর্ষণের খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটস্থলে এস পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খাইরুল আনম গুলি বর্ষণের বিষয়টি অস্বীকার করে জানান, কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। তবে উভয় পক্ষের মধ্যে ফের সংর্ঘষের আশংকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন