বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার একটি বসত বাড়িতে হামলা, লুট ও নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।
আজ সোমবার বিকেল ৫ টার দিকে গোদাড়া গ্রামের লোকমান শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
হামলায় ২শিশু ও মহিলাসহ ৭জন আহত হয়েছে। আহত লোকমান শেখের স্ত্রী আউনুবী বেগম(৫০), ছেলে রফিকুল শেখ(৩০) ও রফিকুলের স্ত্রী আসমা বেগম(২৫)কে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্থরা জানান, শানকিভাঙ্গা গ্রামের মোকলেছ শেখ ও তার ছেলে মাহতাব এর নেতৃত্বে ২০/২৫জনের একটি বাহিনী মোটরসাইকেলে করে ওই বাড়িতে গিয়ে আকস্মিক হামল করে। হামলাকারীরা ঘরে ঢুকেই নারীদের ওপর চড়াও হয়। এসময় তারা ডাক চিৎকার করলে বেধড়ক মারপিট করে সকলকে আহত করে এবং শরীর থেকে খুলে নেয় স্বর্ণালংকার। বাড়ির মালিক লোকমান শেখ বর্তমানে ভারতে রয়েছেন। সেখানে টাকার লেনদেন নিয়ে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ সম্পর্কে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যস্থা নেওয়া হবে।