উখিয়ার পূর্ব হলদিয়া খেওয়াছড়ি গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে হেলাল উদ্দিনের (২৫) বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক কিশোরীর সঙ্গে বছরব্যাপী অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরী এখন চার মাসের অন্তঃস্বত্ত্বা। এ ঘটনায় অসহায় কিশোরী ছালেহা বেগম (১৭) বাদী হয়ে সোমবার (১৫ ফেব্রুয়ারি) উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন বিয়ের আশ্বাস দিয়ে একই গ্রামের দিনমজুর জাগির হোছনের মেয়ে ছালেহা বেগমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত এক বছর ধরে তাদের মেলামেশা চলতে থাকে। এক সময় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। সহজ সরল ছালেহা প্রতারক হেলালের ফাঁদে পড়ে বর্তমানে ৪ মাসের অন্তঃস্বত্বা। এ ঘটনা স্থানীয়ভাবে চাউর হলে গত ১১ ফেব্রুয়ারি রাতে হেলাল উদ্দিন বিয়ের কথা বলে ছালেহাকে নিজ বাড়িতে নিয়ে গর্ভের সন্তান নষ্ট করতে চাপ দেয়। ছালেহা অপারগতা প্রকাশ করলে হেলালের ভাই ছৈয়দ আলম (২৯), ফরিদ আলম (৩৫) ও মা আজু মেহের (৫৫) ক্ষিপ্ত হয়ে মারধর করে ছালেহাকে বাড়ি থেকে বের করে দেয়।
এদিকে ৪ মাসের গর্ভের সন্তান নিয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন ছালেহা। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান ছালেহার অভিযোগ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ